• Language English
  • সূর্যোদয় : ভোর 6:13 মিনিট
  • সূর্যাস্ত : সন্ধ্যা 5:04 মিনিট
info@attaqwamasjidsylhet.com +৮৮০ ১৮৯৪৯৪ ৬৩৬৩

মাসজিদ সম্পর্কে

Sec Bottom Mockup

আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টারের মাসজিদ সম্পর্কে

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

* পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন গড়া যা হবে সালাফ আস সালেহীনের বুঝ মত।

* শিরকমুক্ত ঈমান এবং বিদআতমুক্ত আমল চর্চা করা।

* আমরা চাই এমন একটি ইসলামি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোন বিজাতীয় মতবাদ । থাকবে না ইসলামের নামে কোন দলীয় ও আঞ্চলিক সংকীর্ণতাবাদ।

* ফিকহী মাসায়েলের ক্ষেত্রে ফিকহুস সুন্নাহ বা ফিকহ ফিল হাদীস তথা সহীহ সুন্নাহ ভিত্তিক মাসায়েল অনুসরণ করা।

* অজানা বিষয়সমূহ আহলে যিকির বা আহলুল ইলম তথা জ্ঞানীদের কাছ থেকে জেনে নেয়া। কারণ আলেমগণ হচ্ছেন রাসূলুল্লাহ (সা.)-এর উত্তরাধিকারী। অবশ্যই হক্ব ও সুন্নাহপন্থী এবং বিদআতমুক্ত ও তাকলীদমুক্ত আলেমগণ হচ্ছেন রাসূলুল্লাহ (সা.)-এর প্রকৃত উত্তরাধিকারী।

* দ্বীনের ক্ষেত্রে বাড়া-বাড়ি ও চরমপন্থা এবং ছাড়া-ছাড়ি ও নরমপন্থা বর্জন করে মধ্যমপন্থা অবলম্বন করা।

* আক্বিদা, মানহাজ, আমল এবং আখলাকের ক্ষেত্রে সালাফ আস সালেহীনদের অনুসরণ করা ।

* ইবাদাতের নামে বিদআত পরিহার করা। জিহাদের নামে জঙ্গিবাদ, সন্ত্রাস, চরমপন্থা পরিহার করা। নিজ, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সংশোধনে ভুমিকা রাখা ।

* ইবাদতের পাশাপাশি মাসজিদ ভিত্তিক দ্বীনি ও সামাজিক খেদমতমূলক কাজ করা ।

আমাদের আহ্বান

পরিবার, সমাজ ও রাষ্ট্রের যেখানেই অবস্থান করুন না কেন, ইসলামের সাথে থাকুন । জীবন বদলে যাবে ইনশাআল্লাহ ৷

এককথায়,

প্রশ্ন: আমরা কি চাই?

উত্তর: আমরা চাই তাওহীদ ও সুন্নাহ ভিত্তিক ঈমান, আমল ও আখলাক সমৃদ্ধ ইসলামি সমাজ।

প্রশ্নঃ কেন চাই?

উত্তর: আল্লাহর সন্তুষ্টির জন্য।

প্রশ্ন: কিভাবে চাই?

উত্তর: মুহাম্মাদ (সা.)-এর তরিকায় সাহাবী তথা সালাফ আস সালেহীনের অনুসরণে ও অনুকরণে


Sylhet City Corporation Permission Ref No. : 8811, Date: 18/04/2018